গাঁজা কারবারের নেপথ্যে উর্দির প্রভাবের অভিযোগে সরব কাউন্সিলর
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিসের পাশেই চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে গাঁজার কারবার। নেপথ্যে রয়েছে উর্দির প্রভাব, এমনই অভিযোগে সরব হয় এক কাউন্সিলর। ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলর ইন্দ্রনাথ বাড়ুই-এর অভিযোগ, উর্দির প্রভাব খাটিয়ে পুলিশ কমিশনারের অফিসের পাশেই রমরমিয়ে গাঁজার কারবার ফেঁদে বসেছে মোহন ভৌমিক নামে এক সিভিক ভলেন্টিয়ার। ফলে চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে গাঁজার কারবার। ফলস্বরূপ সন্ধ্যে হতেই এলাকা চলে যাচ্ছে সমাজ বিরোধীদের দখলে। এলাকায় অসামাজিক কার্যকলাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এমনই অভিযোগ তাঁর। কাউন্সিলর এর দাবি, এ বিষয়ে বেশ কয়েকবার তিনি প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিজে তাঁর উর্দির প্রভাব খাটিয়ে সেই প্রতিবাদ দমিয়ে দিয়েছে। পুলিশ কর্মকর্তারা সবকিছু জেনেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। শেষমেশ সোমবার তিনি ওই সিভিক ভলেন্টিয়ার-এর বিরুদ্ধে বিধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সিভিক ভলেন্টিয়ার মোহন ভৌমিক বলেন, এলাকায় দীর্ঘদিন যাবত তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেই দোকানটিকে তুলে দেবার জন্যই মুলত কাউন্সিলর ওই মিথ্যে অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে। কাউন্সিলর-এর করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

















