গঙ্গাসাগরে পরিষেবা প্রদানে উত্তর ২৪ পং জেলা পরিষদ
দাবদাহ লাইভ, রতন নন্দীঃ উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের উদ্দ্যোগে এই প্রথম দক্ষিণ ২৪ পরগণা জেলার গঙ্গাসাগরে পুণ্যার্থীদের পরিষেবার জন্য শিবির করা হয়। শিবিরে উপস্থিত থাকছেন পার্য্যায়ক্রমে সভাধিপতি সহ কার্মাধ্যক্ষরা। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, এই শিবিরে থাকা- খাওয়া চিকিৎসা – ঔষধ সহ সব ধরণের ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য বেবি ফুড, শুকনো খাবার সহ পরিষেবার ব্যবস্থা থাকবে। শিবিরে কর্মাধ্যক্ষরা প্রতিদিন থাকবেন।
গঙ্গাসাগরে পরিষেবা প্রদানে উত্তর ২৪ পং জেলা পরিষদ
98%

















