কপিলমুনির মেলায় মানুষের ঢল
দাবদাহ লাইভ, সাগর, হিরণ ঘোষালঃ দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগর দ্বীপে প্রতি বছরের ন্যায় এ বছর ও কপিল মুনির আশ্রম দর্শনে লাখ লাখ মানুষ আসেন সংক্রান্তির পুণ্য স্নানে। মানুষের ঢল নামতে শুরু করেছে। ইতিমধ্যে ৪৫লাখ পুণ্যার্থী স্নান সেরে রওনা দিয়েছেন বলে জেলা প্রশাসন থেকে জানা যায়। মেলার এই ক’দিন জেলা প্রশাসন অফিস এখানেই।
নিউজ এক ঝলকে
কপিলমুনির মেলায় মানুষের ঢল
97%













