খেলা হবে স্লোগানে আবারো উত্তপ্ত দুই বাংলায়
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমিত মজুমদারঃ গত ২০২১ বিধানসভা নির্বাচনে “খেলা হবে” এই স্লোগানের উপর ভিত্তি করে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আলোড়ন সৃষ্টি করে বিপুল আসনে জয়লাভ করেছিল। যদিও এই স্লোগানটি ছিল বাংলাদেশের এমপি শামীম ওসমানের। বর্তমান রাজনৈতিক আবহে এপার বাংলায় (পশ্চিমবঙ্গ) দুর্নীতির নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যখন কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই গ্রেফতারিতে শাসক দলকে অস্বস্তিতে রেখেছে, ঠিক একইভাবে ওপার বাংলায় (বাংলাদেশ) দ্রব্যমূল্যের বৃদ্ধিতে শাসক দল আওয়ামী লীগের বিরুদ্ধে জোরদার আন্দোলনের নামে বাংলাদেশকে স্তব্ধ করে দিচ্ছে বিরোধীর দল বিএনপি, বাম সংগঠন গুলো। ঠিক তখনই এপার বাংলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেহালার একটি জনসভা থেকে “খেলা হবে” স্লোগান দিয়ে ইডি ও সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে কাজে লাগানোর বিরুদ্ধে জোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। আগামী ১৬ই আগস্ট থেকে সমগ্র পশ্চিমবাংলা জুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের শাসক দল বিজেপি সরকারের বিরুদ্ধে ও বাংলার বিরোধী দল বামফ্রন্ট, কংগ্রেসের কুৎসার বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল। অন্যদিকে ওপার বাংলায় শাসকদলের এমপি শামীম ওসমান যার স্লোগান “খেলা হবে” অনুকরণ করে পশ্চিমবাংলায় বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্লোগান দিয়েছিল, এক সাংবাদিক সম্মেলনে তিনি সে দেশের বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বললেন আন্দোলনের নামে যারা বাংলাদেশকে অস্থির রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের বিরুদ্ধে খেলা হবে এবং সেই খেলায় বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহনশীল কিন্তু বাংলাদেশকে যারা অস্থির করে তুলবে তাদের খেলা চিরতরে শেষ হয়ে যাবে।
































