খারাপ আবহাওয়া, উদ্ধার কার্য ব্যাহত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সাম্প্রতিকালে, গভীর রাতের অভিশপ্ত স্মৃতি এখনো টাটকা রয়েছে। প্রকৃতির রোষানলে পরে উত্তর সিকিম পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। সামনেই পূজো তাই এই সময় সিকিমে প্রত্যেক বছর পর্যটকদের আনাগোনা বেশি থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি , সিকিমে পর্যটকদের আনাগোনা প্রচুর ছিল। তবে সেই অভিশপ্ত রাতের পরে সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। গ্যাংটক ,পেলিং থেকে প্রচুর পর্যটক সমতলে নেমে এলেও এখনো উত্তর সিকিমের লাচেন লাচুনে প্রচুর পর্যটক আটকে রয়েছেন বলে জানা গেছে। বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কার্য চালাচ্ছেন। মঙ্গনে এখনো পাঁচটি হেলিকপ্টার রয়েছে বলে জানা গেছে, তবে খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের উদ্ধারের কাজে হেলিকপ্টার গুলি ব্যবহার করা সম্ভবপর হচ্ছে না। সরকারি মতে এখনো দেড় হাজার পর্যটক আটকে রয়েছেন সেখানে, সরকারি মতে আটকে রয়েছে আড়াই হাজার পর্যটক। গোটা সিকিম জুড়ে অন্তত চার হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানা গেছে। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে পর্যটকদের উদ্ধার করতে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকার্য বাহিনীর।

















