খড়গপুরে দুর্ঘটনার কবলে কনেযাত্রী বোঝাই বাস
দাবদাহ লাইভ, খড়গপুর, অক্ষয় গুছাইতঃ বৌ ভাতের অনুষ্ঠান সেরে ফেরার পথে উল্টে গেলো কনেযাত্রী বোঝায় বাস। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে। সোমবার ভোরে ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির উদ্দেশ্যে ফিরছিল কনে যাত্রী বোঝাই বাসটি। নিহতের খবর না থাকলেও গুরুতর আহত হয়েছেন ১০ জন কনেযাত্রী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তত্পরতায় দ্রুত আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাসে ছিল প্রায় ৫০ জন কনে যাত্রী। খড়গপুরের রূপনারায়ণপুরের ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে বাসটি এরপরই কনে যাত্রী-সহ রীতিমতো পাল্টি খেয়ে যায় বাসটি। ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় বাসের ড্রাইভার। তবে জখম হন বাসের হেল্পার। দুর্ঘটনার পর অন্য একটি বাসে করে কনে যাত্রীদের বাড়ি ফেরার ব্যবস্থা করে খড়গপুর থানার পুলিশ।








