ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতা সেমিনার বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ জেলা বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে উত্তর ২৪ পরগণা ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে জেলা পরিষদ ভবনের নীল দর্পণ সভাগৃহে ক্রেতা সুরক্ষা বিষয়ক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। জেলার বিদ্যালয় গুলিত্র যে ক্রেতা সুরক্ষা ক্লাব রয়েছে তার উদ্যোগে ইংরাজী, বাংলা রচনা সহ পোষ্টার ও স্লোগান লেখার প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় পুরস্কার দেওয়া হয়। বক্তারা ক্রেতা সুরক্ষা প্রসঙ্গে বক্তাদের এই আলোচনায় সতর্কতার অভাবে অসাধু ব্যাক্তিরা সুযোগ নিচ্ছে বলে আরও সতর্কতার প্রয়োজনের দিক তুলে ধরেন। সরকারী ভাবনায় কিছু কিছু জায়গায় খামতির কথাও উল্লেখ করেন এবং কাটিয়ে ওঠার নিদানও দেন। ভাবতে শেখা কিশোর মনগুলোকে কাজে লাগানোর আবেদনও করা হয়। উল্লেখ্য করা যায়, ১৫ মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা ও ২৪ ডিসেম্বর জাতীয় সুরক্ষা দিবস উদযাপন করার অভিপ্রায় প্রকাশও করেন। কনজিউমার ক্লাব আরও দক্ষভাবে যাহাতে পরিচালিত হয় সেই আবেদন রেখে বিস্তারিত ব্যাখ্যা করেন নির্দেশক কৌশিক ভট্টাচার্য, আধিকারিক পাভেল দত্ত, বিদ্যুৎ রায়। সঞ্চালক হিসাবে ছিলেন অয়ন ঘোষাল।

















