কোলকাতায় মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
দাবদাহ লাইভ, দমদম, সুমাল্য মৈত্রঃ শুক্রবার বিকেলে বহু প্রতিক্ষিত নব নির্মিত মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নতুন মেট্রো চলাচলের উদ্বোধন বঙ্গবাসীকে পুজোর উপহার হিসেবে তুলে দিলেন । কলকাতার গতির ডানায় যুক্ত হলো আরও এক নতুন অধ্যায় । পড়ুয়া সহ সাধারণের সাথে মেট্রো রেলে চড়ে বিমানবন্দর যান। সাধারণের সাথে নমস্কার বিনিময় করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একই মঞ্চে দেখা যায় নি বলে জানা যায়। এদিন দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন ময়দানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। তার বক্তব্যের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শাসক দলের তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী গতকাল দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন ময়দান থেকে মোদি কার্যত এদিন ছাব্বিশের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন ।এদিন প্রধানমন্ত্রীর সভা ঘিরে দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন ময়দানে কার্যত তিল ধারণের জায়গা ছিলো না ।এদিন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির অনেক অনেক শির্ষ স্থানীয় নেতৃবৃন্দ । এদিন বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুবি থেকে বেলেঘাটা সহ বিভিন্ন মেট্রো রুটের এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলকাতায় মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি
96%

















