কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে গড়বেতায় তৃণমূলের ধিক্কার মিছিল
দাবদাহ লাইভ, গড়বেতা, অক্ষয় গুছাইতঃ একশ দিনের প্রকল্পের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, ই ডি- সি বি আই নিয়ে রাজনীতিকরনের সহ নবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলার প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে ধিক্কার মিছিল। এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থকের সাথে পা মিলিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাবব্রত ঘোষ, ব্লক INTTUC র সভাপতি অসীম সিংহ রায়, অসীম ওঝাঁ, ব্লক সভানেত্রী বন্দনা রানা কর্মকার, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিত বাগ, হাবিবুল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
কেন্দ্রীয় বঞ্ছনার প্রতিবাদে গড়বেতায় তৃণমূলের ধিক্কার মিছিল
0%









