কেক তৈরীর উপাদান মিক্সিং অনুষ্ঠান
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল কুমার করঃ জে আই এস গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট এর আজ মেরি ম্যাকসিন ২০২৫ অনুষ্ঠানের মাধ্যমে কেক মিক্সিং অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের দ্বারা হাতে বানানো কেক প্রদর্শিত হয় এছাড়াও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কেক বানানোর মিক্সিং আজ শুভ সূচনা করলো, ২৫ দিনের জন্য এই মিক্সিংকে প্রিজারভেটিভ করা হবে তারপরেই তৈরি হবে অপরিহার্য সুস্বাদ কেক এই অনুষ্ঠানটিকে ঘিরে ছাত্র ছাত্রীর মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন গুরু নানক ইনস্টিটিউটের কর্মকর্তা থেকে বিভিন্ন আধিকারিকগণ।

















