Banner Top

কৃষ্ণপদ গাঙ্গুলী ও অশোক মুখার্জী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি পূর্ব বারাসাতে

ফুটবল নক-আউট প্রতিযোগিতার ফাইনাল

          দাবদাহ, বারাসাতঃ  উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত পৌরসভার উদ্দ্যোগে ১৬ দলীয় এক আন্তঃ বিদ্যালয় নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল ২১শে জুন। ১০ই জুলাই পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ বনাম গুস্তিয়া ক্ষেত্রনাথ হাই স্কুল দল ফাইনালে খেলেছে। বিজয়ী হয়েছে পূর্ব বারাসাত এবং রানার্স গুস্তিয়া হাই স্কুল। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, স্থানীয় পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় ও মধ্যমগ্রাম পৌরপ্রধান নিমাই ঘোষ। স্থানীয় পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় জানান, খেলাধুলা ছোটদের মনন শক্তি বিকাশের অঙ্গ। এ ধরণের প্রতিযোগিতা করতে পেরে গার্বিত বলেও উল্লেখ করেন। উদ্বোধন করেছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক ফুটবলার প্রসুন ব্যানার্জী। উল্লেখ্য, প্রয়াত কৃষ্ণপদ গাঙ্গুলী ও অশোক মুখার্জী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি-র এই খেলা পরিচালনায় জেলার বারাসাত মহকুমা ক্রীড়া বিভাগ। অংশ গ্রহণকারী বিদ্যালয়গুলি যথাক্রমে প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয়, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন (বয়েজ), বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাই স্কুল, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ, সত্য ভারতী বিদ্যাপীঠ, অশ্বিনীপল্লী হাই স্কুল, হজরত একদিল শাহ হাই স্কুল, মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুল, গুস্তিয়া ক্ষেত্রনাথ হাই স্কুল, বীণাপাণি হাই স্কুল, মহেশ্বরপুর শিব দূর্গা সমিতি, বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ, আশুতোষ পল্লী শিক্ষায়তন, নবপল্লী বয়েজ হাই স্কুল ও মানবতা শিক্ষায়তন।

কৃষ্ণপদ গাঙ্গুলী ও অশোক মুখার্জী স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি পূর্ব বারাসাতে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment