কুষ্ঠ কলোনী পরিদর্শনে জেলাশাসক
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ ৩০ শে জানুয়ারি সোমবার বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে পদযাত্রা ও একটি ট্যাবলোর উদ্বোধন হয় জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের তরফ থেকে। সেদিনের ওই কর্মসূচিতে জেলাকে কুষ্ঠ মুক্ত জেলা গড়তে শপথ গ্রহণ করা হয় প্রশাসনের উদ্যোগে। এই দিন শপথ গ্রহণের পরই মেদিনীপূর শহরের কুষ্ঠ কলোনি ঘুরে দেখলেন জেলাশাসক আয়েশা রানী। তাঁদের অভাব অভিযোগ মন দিয়ে শোনার পর দ্রুত সমাধান করার আশ্বাসও দিলেন জেলাশাসক। মেদিনীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়ায় রয়েছে এই কুষ্ঠ কলোনি। প্রতিমাসে এলাকায় স্বাস্থ্য দপ্তরের একটি ক্যাম্প করে চিকিত্সার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে জেলাশাসকের সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য কাউন্সিলর ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলাকে আমরা কুষ্ঠ মুক্ত জেলা গড়তে চেষ্টা করছি। সেই হিসেবেই যে কুষ্ঠ রোগীদের কলোনিটি রয়েছে সেখানে এসেছিলাম। তাঁদের সমস্যা ও অসুবিধাগুলো জানার জন্য। ওদের অনেক রকম অসুবিধা। যেমন পাট্টা পাননি কেউ কেউ। বাড়ি, নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা আছে। এমনিতে তো হেলথ ক্যাম্প হচ্ছে, তবু মাসে এখানে একবার করে কলোনির মধ্যে ক্যাম্প করতে বলেছি। ওদের যা যা ড্রেসিং এর সরঞ্জাম দরকার সেটা এখানে প্রোভাইড করা হবে। এছাড়া কলোনিতে ওদের পাশেই একটা লেপ্রসি ইউনিট রয়েছে। সে বিষয়েও দেখছি কি ব্যবস্থা করা যায়। এলাকায় জেলাশাসককে দেখে অনেকেই আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান জেলা শাসক। যাদের আধার কার্ড নেই তাদের অতিসত্বর আধার কার্ডের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলাশাসক।








