কিশোরের মৃত্যুতে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

কিশোরের মৃত্যুতে চাঞ্চাল্য, তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ধূপঝোড়া পঞ্চায়েতের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের নাম শুভ রায় (16)। উল্লেখ্য, সম্প্রতি নিজের ঘরে ওই কিশোরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় করেন এলাকায়। খবর দেওয়া হয় মেটেলি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি কারনে এই দুর্ঘটনা তা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পড়াশুনার কোন বিষয় না অন্য কোন বিষয় সেটা দেখছে জলপাইগুড়ির কোতোয়ালী পুলিশের একটি দল। অত্যন্ত মেধাবী ছাত্রের এই দুর্ঘটনায় প্রচণ্ডভাবে মুষড়ে পড়েছেন এলাকাবাসী।








