কারা মন্ত্রীর মন্তব্যে রাজ্যে তোলপাড়
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ সি বি আই হেফাজতে লালন সেখের মৃত্যু সম্পর্কে রাজ্যের কারা মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকেই অসুস্থ্য হয়, আবার চিকিৎসাও করানো হয়, কারো মৃত্যু হলে তো কিছু করার নেই। লালন অসুস্থ্য ছিল তার মৃত্যু হয়েছে। সাংবাদিকের পাল্টা প্রশ্নে কারামন্ত্রী অখিল গিরি আবারও বলেন, আমরাই তো চিকিৎসা করিয়েছি, বাঁচানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। রাজনৈতিক মহলে কারা মন্ত্রীর এই মন্তব্যে শোরগোল পড়ে যায়। তৃনমূলের বর্ষিয়ান নেতৃত্বকে এই ঘটনা জানালে শুধুই হেসেছেন আর বলেছেন, ও ঠিক বুঝতে পারে নি। অনেকের মতে মনস্তাত্ত্বিকভাবে চাপে থাকলে এ ধরনের অনেক ভুল হয়। উল্লেখ্য, বগটুই কান্ডে অন্যতম অভিযুক্ত লালন সেখকে এই মাসের অর্থাৎ ৩রা ডিসেম্বর গ্রেফতার করা হয়।













