কানমারীর বেহাল রাস্তা সংস্কারের আর্জি গ্রামবাসীর
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগণাঃ সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা হওয়ায় প্রায়শই ঘটে দূর্ঘটনা। প্রশাসনের ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। অবিলম্বে রাস্তাটি সংস্কারের আর্জি স্থানীয়দের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি- ১ ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী এলাকায় থাকা রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের কথায় প্রায় ৪টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ওই রাস্তাটি। দীর্ঘ বেশ কয়েক বছর যাবত রাস্তাটি সংস্কার না হওয়ায় রাস্তার মধ্যে থাকা ইঁট পাথর উঠে গিয়ে তৈরী হয়েছে বহু ছোট বড়ো গর্ত। একটু বৃষ্টি হলেই জল জমে রাস্তাটি হয়ে ওঠে যাতায়াতের একেবারে অনুপযুক্ত। জলমগ্ন হয়ে পড়লে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় গ্রামবাসীদের। রাস্তায় থাকা গর্ত বোঝার উপায় না থাকার ফলে প্রায়শই ঘটে দূর্ঘটনা। দূর্ঘটনার কবলে পড়ে যানবাহন বিকল হয়ে পরে। অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। বহুবার প্রশাসনের কাছে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েও কোনোরূপ পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন, এমনই অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের। অবিলম্বে রাস্তাটি সংস্কারের যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন যাতে স্থানীয় বাসিন্দারা স্বস্তিতে যাতায়াত করতে পারে ওই রাস্তা দিয়ে, এমনই আর্জি জানায় স্থানীয় গ্রামবাসীরা। কানমারী এলাকার বেহাল রাস্তার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে জানায় সন্দেশখালি-১ ব্লকের বিডিও সুপ্রতীম আচার্য।









