Banner Top

কাঁসাই নদী থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

                                                 দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের যদুপুরে কাঁসাই নদী থেকে উদ্ধার হল এক বিরল প্রজাতির কচ্ছপ। কচ্ছপটিকে দেখতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি এমন কচ্ছপ তারা আগে কখনও দেখেননি। ওই গ্রামের জেলে পাড়ার রাজু খাঁড়া নামে এক ব্যক্তির নজরে আসে অদ্ভুত ওই প্রাণীটি, নদীর মধ্যেই ছিল প্রাণীটি। দেখে বোঝা যাচ্ছে প্রাণীটি কচ্ছপ।  কিন্তু আর পাঁচটা কচ্ছপের থেকে পুরো আলাদা। মুখের দুই পাশে দুই কানের দিকে লাল রঙের ডোরা, পিছনে লম্বা লেজ, গায়ের চারিদিকে অন্য ধরনের ডোরা দাগ, পিঠের পাশাপাশি পেটের দিকের খোল অন্যান্য কচ্ছপের থেকে অনেক বেশি শক্ত। এমন বিরল কচ্ছপ দেখে স্থানীয়রা বন দপ্তরে খবর দেন। বনদফতর রেসকিউ টিমের তরফে মলয় ঘোষ ওই কচ্ছপ উদ্ধার করে নিয়ে যান। কচ্ছপের ছবি দেখে ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রার রেঞ্জার অসিতবরণ মুখোপাধ্যায় বলেন কচ্ছপটি সচরাচর এই এলাকায় দেখা যায়না। তবে মনে হচ্ছে কচ্ছপটি বিরল রেড ইয়ার্ড স্লাইডার বা রাক্ষুসে কচ্ছপ।জানা গেছে এগুলি বেশ বড় আকারের হয়।পৃথিবীতে মোট যে সাতটি প্রজাতির কচ্ছপ আছে তার মধ্যে সর্বাধিক ক্ষতিকর এই ‘জায়ান্ট টরটোয়েস’ বা ‘রাক্ষুসে কচ্ছপ’।বিশ্ব জুড়ে ‘রেড ইয়ারড স্লাইডার’ নামে বিখ্যাত এই কচ্ছপটির বিজ্ঞানসম্মত নাম ‘ট্রেকিমিস স্ক্রিপ্টা এলিগেন্স’।এই প্রজাতির কচ্ছপের কানের পাশে উজ্জ্বল লাল চক্রাকার বা আয়তাকার দাগের জন্য এদের ‘রেড ইয়ারড স্লাইডার’ বলা হয়। প্রাণী বিশারদদের মতে, মিডল জুরাসিক পিরিয়ডের বিশেষ প্রজাতি ‘টেস্টুডিয়ানস’ থেকেই এরা বিবর্তিত হয়ে আজকের রেড ইয়ারড স্লাইডারে অভিযোজিত। সাধারণত, পুকুর, ছোট জলাশয় এবং স্বাদু জলেই দেখা মেলে এই কচ্ছপ প্রজাতিটি। খুব দ্রুত যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বংশবিস্তার করার বিশেষ ক্ষমতা রাখে এই কচ্ছপ। শুধু তাই নয়, সামুদ্রিক কচ্ছপের তুলনায় খুব দ্রুত বৃ্দ্ধি ঘটে এদের। তবে এই কচ্ছপের আসল পরিচয় যাই হোক না কেন, বিরল প্রজাতির এই কচ্ছপকে দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ।

কাঁসাই নদী থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment