কল সেন্টারের আড়ালে প্রতারণার ফাঁদ গ্রেফতার ৩৪
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ লক্ষাধিক টাকার প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একটি কল সেন্টারের হদিস পায় পুলিশ। ওই কল সেন্টারে হানা দিয়ে ৩৪ জনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ই এপ্রিল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের হয়। এই মর্মে যে, লোন এবং ইনসিওরেন্স এর অর্থ পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার কর্মকান্ড চলছে একটি কল সেন্টারের আড়ালে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। একটি বেআইনি কল সেন্টারের হদিস পেয়ে একটি বাড়িতে হানা দেয় এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে প্রতারণা চক্রের সাথে যুক্ত মোট ৩৪ জনকে আটক করে পুলিশ। একইসাথে ৭১ টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং কম্পিউটার বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এয়ারপোর্ট থানার পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কল সেন্টারের আড়ালে কতদিন যাবত প্রতারণা মুলক কর্মকান্ড চালানো হচ্ছিল, আর কে বা কারা ওই কর্মকাণ্ডের সাথে যুক্ত, ওই প্রতারণা চক্রের মুল পান্ডাই বা কে, আরও কি কি কাজ চলতো ওই ভুয়ো কল সেন্টারে, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগের আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।








