Banner Top

কল্পতরু নাট্য উৎসব

          দাবদাহ লাইভ, হাবরা, নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার সিন্দ্রানী আঞ্চলিক যুব সংস্থা ক্যাম্পাসে কল্পতরু নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনের নাট্যউৎসব। ১০ম বর্ষের এই উৎসবে নাট্যব্যক্তিত্ব সমর রায় এবং বাসন্তী বিশ্বাসকে দেবেন্দ্রনাথ তরফদার স্মৃতি সম্মানে সম্মানিত করা হয়। উৎসবে মঞ্চায়ণ হয় চাঁদপাড়া অ্যাক্টোর প্রযোজনায় মনোজ মিত্র রচিত এবং সুভাষ চক্রবর্তীর নির্দেশনায় – ‘পাকে বিপাকে’, কল্পতরু প্রযোজিত রমানাথ রায় রচিত এবং শিবশঙ্কর ঘোষাল নির্দেশিত – ‘আহারে মরণ’, বালিগঞ্জ অন্তর্মুখ প্রযোজিত সৌমিত্র বসু নির্মিত – ‘খেলা’ এবং শুভঙ্কর সাহা-র রচনা ও নির্মাণে ‘দায়ী কে’ নাটক উপস্থাপিত হয় । হাসির আদলে তেভাগা আন্দোলনের সঞ্চারিত ভাবনা, মানুষের বেঁচে থাকার তীব্র লড়াই, সমাজের লাল মুখোশ আর সমসাময়িক প্রেক্ষিত নিয়ে দৃশ্যিত এবারের নাট্যোৎসব দর্শকদের কাছে বিশেষ বার্তা দিতে সক্ষম হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে এবং সুস্থ নাট্যভাবনায় সামাজিক সহাবস্থান সাবলীল রাখতে লোকশিক্ষার  এই মাধ্যমকে হাতিয়ার করার আহ্বান জানিয়েছেন সংস্থার সভাপতি শিবশঙ্কর ঘোষাল মহাশয়।

কল্পতরু নাট্য উৎসব
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment