কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় জঙ্গল সুন্দরী শিল্প নগরী
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমিত মজুমদারঃ সদ্য সমাপ্ত ইউরোপ ভ্রমণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় বিনিয়োগের জন্য ইউরোপের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন বলে কলকাতায় ফিরে জানিয়েছেন। বিশ্বের কিছু নাম করা সংস্থা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহীদের জন্য সুলভে জমি দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর পুরুলিয়া জেলার জঙ্গলমহলে তৈরি হচ্ছে “জঙ্গল সুন্দরী” নামক শিল্প নগরী। একটা সময়ের মাওবাদী আতঙ্ক সরিয়ে বর্তমানে পুরুলিয়া জেলা হতে চলেছে কর্মসংস্থানের অন্যতম পিঠস্থান। মূলতঃ রাজ্য সরকারের উদ্যোগে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করার জন্যই বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন পুরুলিয়া জেলায় বিনিয়োগ করতে। শিল্প দপ্তর সূত্রের খবর, রঘুনাথপুরে ২৪৮৩ একর জমির উপর তৈরি হচ্ছে এই শিল্প নগরী। ভারত বিখ্যাত শ্যাম স্টিল রঘুনাথপুরে ৬০০ একর জমির উপর তৈরি করছে স্টীল কারখানা, দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করছে থার্মাল পাওয়ার প্লান্ট, ৬২ একর জমির উপরে শ্রী সিমেন্ট তৈরি করছে সিমেন্ট কারখানা। এছাড়াও ক্যাপ্টেন স্টিল ও মাইথন স্টিল তাদের কারখানা খুলছে পুরুলিয়ায়। মোট দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য মাত্রা নিয়ে এই শিল্প নগরী গড়ে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানা যায়।
















