কম্বল কান্ডে আদালতে হাজির বিজেপির জিতেন্দ্র
দাবদাহ লাইভ, আসানসোল, সজল দাশগুপ্তঃ আসানসোলের রেলপারের কম্বল কাণ্ডের মামলায় বুধবার আসানসোল আদালতে হাজির হন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূলের করা মামলার কারণে তাকে আজ আসানসোল আদালতে হাজির হতে হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে জিতেন্দ্র তিওয়ারি কলকাতায় বসবাস করছেন। ল এণ্ড অর্ডারের প্রশ্নে উচ্চ আদালতে জিতেন্দ্রকে আসানসোলে থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিন জিতেন্দ্র বলেন, তিনি প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক। তার পরেও তার আসানসোলে থাকায় ল এণ্ড অর্ডারের প্রশ্ন আসে। অথচ শহর শিল্পাঞ্চল জুড়ে বালি কয়লা লোহা মাফিয়ারা অবলিলায় ঘুরে বেড়াচ্ছে। তাতে শহরের কোনো ক্ষতি হচ্ছে না। আসলে আমি আসানসোলে থাকাতে তৃণমূলের ক্ষতি হবে, তাই এই পরিকল্পনা।








