কবি মিহির সরকারের স্মরণ সভা
দাবদাহ লাইভ, সংবাদদাতাঃ প্রয়াত কবি এবং সহজ পত্রিকার সম্পাদক মিহির সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মেলবন্ধন সাহিত্য পত্রিকার উদ্যোগে গত ১৯শে জুন২০২৫, বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বেহালার সখেরবাজারে সোনারতরী সভাঘরে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভার শুরুতে ৺মিহির সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর ৺কবির প্রতিকৃতিতে সবাই পুষ্পার্ঘ অর্পণ করেন।এরপর সঞ্চালক ধ্রুবজ্যোতি মন্ডল বর্ষীয়ান কবি গৌরশঙ্কর বন্দোপাধ্যায়,কবি কমল দে সিকদার এবং কবি সুবোধ সরকার – এই তিনজন যারা এই স্মরণসভায় উপস্থিত থাকতে পারেন নি এবং থাকতে না পারার কারণ জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন, সেই বার্তা পাঠ করে শোনান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত কবির স্ত্রী শিখা সরকার,পুত্র রুদ্রনীল সরকার, পুত্রবধূ ঐশী দে,কনিষ্ঠ ভ্রাতা তিমির সরকার, কৃষ্ণা সরকার, ঝর্ণা সরকার, শিপ্রা গুহ রায়,কেয়া চক্রবর্তী,ভারতী মন্ডল, বিমান গুহ ঠাকুরতা, রমেশ দাস,নিমাই মন্ডল এবং অগণন কবি যথা অধীর কৃষ্ণ মন্ডল,সমরেন্দ্র মন্ডল, সিদ্ধার্থ সিংহ, পিনাকী রায়, দুর্গাদাস মিথ্যা, বিশ্বজিৎ রায়, সুধাংশুরঞ্জন সাহা,প্রদীপ আচার্য, গণেশ ভট্টাচার্য,ধ্রুবজ্যোতি মন্ডল,হীরক মুখোপাধ্যায়,যতীন্দ্রনাথ সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, কাশীনাথ মন্ডল, সুব্রত চক্রবর্তী, শান্তনু সাহা, সুশান্ত প্রসন্ন টিকাদার এবং দিশা চট্টোপাধ্যায়। সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা এবং সঞ্চালনা করেন মেলবন্ধন সাহিত্য পত্রিকার সম্পাদক ধ্রুবজ্যোতি মন্ডল। প্রত্যেকের বক্তব্যের মধ্য দিয়ে মিহির সরকারের চরিত্রের যে বিশেষ গুণ সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা এবং অন্যান্য নিজের কাছের কবিদের তথা অখ্যাত কবিদের কবিতা উপযাচক হয়ে চেয়ে নিয়ে বিভিন্ন ম্যাগাজিনে ছাপানোর দায়িত্ব কিভাবে নিজের কাঁধে নিতেন তা সবাই বারবার বলেন। হৈ হৈ করে সবাইকে নিয়ে কখনো বাঁকুড়া, কখনো বহরমপুর বেরিয়ে পড়তেন কবিতা পড়তে কিন্তু সবার ভালো মন্দের খেয়াল রাখতেন। পিতৃহীন হওয়ার পর পরিবারের দায়িত্ব নিজে একার কাঁধে তুলে নিয়ে ভাই বোনেদের মানুষ করেছেন। সর্বত্রই তিনি অভিভাবকের ভূমিকায়। প্রদীপ আচার্য এবং সুধাংশুরঞ্জন সাহা মিহির সরকারের সরকারের ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কবিতাকে নিয়ে কবিতা সমগ্র বের করার এবং ওনার নামে একটা ফাউন্ডেশন গড়ার পরামর্শ দেন। সমরেন্দ্র মন্ডল, বিশ্বজিৎ রায়, সিদ্ধার্থ সিংহ, পিনাকী রায়, গণেশ ভট্টাচার্য, দূর্গাদাস মিদ্যা,হীরক মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি মন্ডল প্রমুখ অতীতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় কবি ও প্রাবন্ধিক এবং আবর্ত পত্রিকার সম্পাদক অর্ধেন্দু চক্রবর্তীর ছত্রছায়ায় কিভাবে আমাদের সকলের একসঙ্গে পথচলা,সহজ পত্রিকার জন্ম – এ বিষয়ে আলোকপাত করেন। মিহির সরকারের এত তাড়াতাড়ি এইভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারেননি। তিনি তাঁর সৃষ্টির মধ্যে বেঁচে থাকবেন চিরদিন। আমরা মিহির সরকারকে কোনদিন ভুলে যাবো না। পরিবারের তরফে স্ত্রী,পুত্র, পুত্রবধূ এবং ছোটভাই বক্তব্য রাখেন। ১৯৯০ সালে কবিতার বই ‘ মুখোশের লাগলো টান ‘ প্রকাশিত হয়। ১৯৯১ সালে ‘সহজ’ প্রকাশ পায়। কবি যতীন্দ্রনাথ সরকার প্রকাশনার দায়িত্ব সামলেছেন। উপস্থিত সকলকে কবি মিহির সরকারের তিনটি করে বই এবং মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

















