কবিদের মাঝে রবির আলো
দাবদাহ লাইভ, নবদ্বীপ, বৈশাখী সাহাঃ দিনটা ছিল রবিবার। চারিদিকে দেখা গিয়েছিল রবির উজ্জ্বল কিরণ। সেই দিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পায় ‘রবির আলো’ নামক পত্রিকার চতুর্থ তম সংখ্যা। নদীয়া জেলার নবদ্বীপ যেখানে গেলে দেখা মেলে নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন। সেই নবদ্বীপের মালঞ্চপাড়ার অফিস ঘাট রোডে রবিবার ওই পত্রিকার সম্পাদিকা তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠানটির আয়োজন করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডুরীকাক্ষ সাহা, নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তেওয়ারি, ওয়ার্ড কাউন্সিলর নিতাই চন্দ্র সাহা, অবনীভুষণ বালা সহ ‘রবির আলো’ এর সহ সম্পাদক তপন রায় চৌধুরী, সভাপতি প্রাক্তন বিগ্রেডিয়ান তুষার কান্তি মুখোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা শিব শংকর বক্সী ছাড়াও মিহির মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, বাসুদেব মাল সহ বিভিন্ন জেলা থেকে আগত বহু কবি সাহিত্যিকেরা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উত্তরীয়, ব্যাচ ও মেমেন্টো সহযোগে বরণ করা হয়। নবদ্বীপের বিধায়ক পুন্ডুরীকাক্ষ সাহা সকাল ১০টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর প্রকাশ পায় ‘রবির আলো’ পত্রিকার চতুর্থ তম সংখ্যা। এদিনের প্রকাশিত পত্রিকা প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন তাঁরা। এরপর চলে কবিতা পাঠ পর্ব। সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রাক্তন ব্রিগেডিয়ান তুষার কান্তি মুখোপাধ্যায়। এদিনের পত্রিকা প্রকাশ প্রসঙ্গে সম্পাদিকা জানান, তাঁর পিতা প্রয়াত প্রাণ বল্লভ দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে, একইসাথে সমাজের চেতনা প্রসারের লক্ষ্যে তাঁর এহেন প্রয়াস। পাশাপাশি সমাজ ও সাহিত্যের ভালো-মন্দ, উচিত-অনুচিত বিষয়ক আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে আগত কবিদের সৃষ্ট কবিতা আনুষ্ঠানিকভাবে আলোকপাত করা হয়। শিশু থেকে বয়স্ক মোট ৭০ জন কবি এদিনের কবিতা পাঠে অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেককে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গনে এদিন মানুষের উপস্থিতি, তাদের প্রয়াস ছিল চোখে পড়ার মতো।

















