কবিতা পাক্ষিক পত্রিকার প্রতিষ্ঠা দিবস পালন
কবি প্রভাত চৌধুরীর জন্মদিবস প্লাটিনাম জুবিলী
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ সংবাদদাতাঃ কলকাতার মহাবোধি সোসাইটি হলে ২১শে জুন কবি প্রভাত চৌধুরীর ৮০তম জন্মদিন এবং কবিতাপাক্ষিক পত্রিকার ৩২ বছরে পদার্পন অনুৃৃষ্ঠান হয়ে গেলো । অনারম্বর অথচ হৃদয়গ্রাহী এই অনুষ্ঠান শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে প্রতিপালিত হল। কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, সদ্য প্রয়াত কবিতাপাক্ষিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য কবি অমল বসু, সাহিত্যিক প্রফুল্ল রাযের স্মৃতির প্রতি শ্রদ্ধা জনিয়ে উদ্বোধনী সংগীত, কবিতাপাক্ষিক- জন্ম জযন্তী ২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন হল । এরপর ১৭ জন কবির কাব্যগ্রন্থের প্রকাশ হয় । যাদের মধ্যে অনুপ রায়, বাসুদেব সেন, অজিত কৃষ্ণ দে , অশোক কুমার দাস, হারাধন চৌধুরী, মনোজ অধিকারী, পিনাকী রঞ্জন সামন্ত, সঞ্জয় দাস, শিশির আজম, উত্তম বেহারা, তন্ময় ধর, উদিত শর্মা উল্লেখযোগ্য । এরপর কবিতা পাক্ষিক পত্রিকার প্রাণপুরুষ প্রয়াত প্রভাত চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবি ও পোষ্টমর্ডান কবিতা নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয় । এবং সামান্য বিরতির পর কবিতাপাঠ ও সংগীতের মধ্য দিয়ে তিন ঘন্টার এক মনোজ্ঞ অনুষ্ঠান শেষ হলো, ব্যাবস্থানায় ছিলেন কবিতাপাক্ষিক পরিবারের সদস্যবৃন্দ। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি চলে এই অনুষ্ঠান। কবিতা পাক্ষিক-এর বর্তমান মূল কর্ণধার যূথিকা চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

















