কফ সিরাপ ও গাঁজাসহ ধৃত এক স্বরুপনগরে
দাবদাহ লাইভ, স্বরুপনগর, বৈশাখী সাহাঃ বাংলাদেশে পাচারের পূর্বেই বিপুল পরিমাণ কফ সিরাপ ও গাঁজাসহ এক পাচারকারীকে সোমবার রাতে আটক করে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারী সীমান্ত এলাকায় বিএসএফের জওয়ানরা। বাংলাদেশে পাচার করার পূর্বেই ৪০০ পিস নিষিদ্ধ কাফ সিরাপ ও ২ কেজি ১২৭ গ্রাম গাঁজা সহ এক পাচারকারীকে আটক করে সীমান্তে কর্তব্যরত বিথারী বিওপি-র বিএসএফের জওয়ানরা। এরপর ওই রাতেই উদ্ধারকৃত নিষিদ্ধ দ্রব্য সহ পাচারকারীকে স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে জানা যায় এদিন রাতে ৩ জন পাচারকারী ওই বিপুল পরিমাণ কাফ সিরাপ ও গাঁজা বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতেই বিএসএফ এর জওয়ানরা তাদের পিছু নেয়। সেই সময় পাচারকারীদের দুই জন পালিয়ে যেতে সক্ষম হলেও পাচারের পূর্বেই একজনকে আটক করে বিএসএফ এর জওয়ানরা। ধৃত পাচারকারী স্বরূপনগরের গুনসপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ফারুক সর্দার। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয় স্বরূপনগর থানার পক্ষ থেকে।


























