কথাচর্চার ১৬ তম অধিবেশন
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ হাবরা গার্লস হাই স্কুলে কথাচর্চার ১৬ তম অধিবেশন সম্প্রতি সমাপ্ত হল। বহুদিন ধরে সামাজিক মূল্যবোধকে জাগরিত করতে বিভিন্ন জায়গায় কথাচর্চা তার কষ্টসাধ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের অনুষ্ঠানে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তিন গল্পকার তাদের গল্পপাঠের মাধ্যমে জনজাগরণ গড়ে তোলেন। এই তিন গল্পকারের নাম যথাক্রমে বিদ্যুৎ বিশ্বাস, যুগান্তর মিত্র ও বাপ্পাদিত্য জানা। এই তিনজনের গল্পের নাম ছিল: মৃত্যুঞ্জয় গার্ডেন, হিটলিস্ট ও দত্তক পুত্র অথবা দেশের মাটি। এনাদের কথাচর্চা মেমোন্টো দিয়ে সম্মাননা প্রদান করেন যথাক্রমে, সীমা দত্ত, স্বর্ণালী চ্যাটার্জী ও অপূর্ব ঘোষ । গল্পগুলির মর্মার্থ পর্যালোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক সুজয় চক্রবর্ত্তী, দিলীপ কুমার দত্ত ও শৈলেন সরকার। প্রথম গল্পটিতে মানুষের বৃক্ষপ্রেমের প্রয়োজনীয়তা, দ্বিতীয়টিতে বর্তমান জনগণের সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে ক্ষোভ ও তৃতীয়টিতে দেশের মাটিতে টিঁকে থাকার ন্যায্য অধিকারের কথা বর্ণনা করা হয়। বহু দূরদূরান্ত থেকে অনেক সমাজসচেতন ও গল্পপ্রেমী মানুষ এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলে কর্মকর্তারা জানান। আগামী ১৩ই আগষ্ট, ২০২৩ -এ কথাচর্চার জেলা পরিক্রমায় মালদহ জেলায় অনুষ্ঠিত হবে বলেও জানান। এবারের অনুষ্ঠান বৈকালিক। হাবরা গার্লস হাই স্কুল কমিটির সভাপতি দেবদাস চট্টোপাধ্যায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।








