কংগ্রেসে যোগদানে চিন্তিত তৃণমূল
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সামনেই অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে প্রতি বারের ন্যায় এবারও চারিদিকে লেগেছে যেন দল বদলের হিরিক। নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণা না হতেই তৃণমূল শিবির ছেড়ে প্রদেশ কংগ্রেসে যোগদান করতে দেখা যায় বহু কর্মী সমর্থকদের। স্বভাবতই তৃণমূলে ভাঁটার পাশাপাশি কংগ্রেস শিবিরে এসেছে জোয়ার। দুপুর ৩ টে নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত সদরে কংগ্রেস এর জেলা কার্য্যালয় থেকে এমনই চিত্র উঠে আসে সংবাদমাধ্যমের ক্যামেরায়। বারাসাতের ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেত্রী রুনু পাল, তাঁর দলীয় ৫০ জন কর্মী সমর্থককে সাথে নিয়ে এদিন কংগ্রেসের জেলা কার্য্যালয়ে উপস্থিত হয়। সেখানে উত্তর ২৪ পরগনা জেলার প্রদেশ যুব কংগ্রেস নেতা তথা প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নীলাভ ব্যানার্জির হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করে। এদিন কংগ্রেসে আগত নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভ্যর্থনা জানায় নীলাভ। এদিনের ওই যোগদান পর্বের অনুষ্ঠানে নীলাভ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও একাধিক প্রদেশ যুব কংগ্রেস এর নেতৃবৃন্দ। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করার পর সংবাদমাধ্যমকে তারা জানায়, বর্তমানে তৃণমূল দলটির মধ্যে যে-সব কান্ডকারখানা চলছে, তা রাজ্যবাসীর কাছে স্পষ্ট। তাই কারও প্রলোভনে নয়, বরং তারা স্বেচ্ছায় কংগ্রেসে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছে অনুযায়ী এদিন তারা কংগ্রেসে যোগদান করেছেন। একদিকে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কংগ্রেস নেতৃত্বদের মধ্যে বইছে খুশির হাওয়া। অন্যদিকে ভাঁটা পড়েছে তৃণমূলের অন্দরে। তৃণমূলের কথায়, যারা দলত্যাগ করেছে তারা এক সময় অন্য দল থেকেই এসেছিল, আবার ফিরে গেছে। এতে হতাশ হবার কিছু নেই।

















