ওয়ার্ডে ওয়ার্ডে আর্জেন্টিনার সমর্থনের আবেদন কাউন্সিলারের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ বিশ্বকাপকে নিয়ে একেবারেই অন্য চিন্তা করলেন শিলিগুড়ির তেরো নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম এম আই সি মানিক দে। আজ তিনি এবং তার ওয়ার্ডের সমস্ত সদস্য এবং ওয়ার্ডের কর্মীদের আর্জেন্টিনাকে সমর্থন করতে মানুষের কাছে কাছে পৌছে গেলেন। মানিক দে জানালেন আমাদের দল আর্জেন্টিনা। এবারে তারাই জীতবে বিশ্বকাপ। আর আমাদের মেসিই সেরা হবে। নিজেকে আর্জেন্টিনার অন্যতম পাগল ভক্ত বলে তিনি জানান আমাদের আসল লক্ষ ১লা ডিসেম্বর পোল্যান্ড ম্যাচ। ওই ম্যাচ জীতলেই আমরা পরের রাউন্ডে পৌছে যাব। তাই আপাতত ওই ম্যাচ নিয়েই ভাবছি আমরা। আর্জেন্টিনা জীতবে এবারের বিশ্বকাপ এই কথা মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি আমরা। আমরা জানি প্রথমে সমস্যা হলেও এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার। আর মেসিই আর্জেন্টিনাকে সেরা তৈরী করবে বলে জানালেন কাউন্সিলার এবং এম এম আই সি মানিক দে। তিনি আরো জানালেন এর পরে তারা শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে ঘুরবেন আর্জেন্টিনাকে সমর্থনের জন্য।








