ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা মালঞ্চে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভীড় জমায় নদীর দু’ধারে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত মালঞ্চ এলাকায় অনুষ্ঠিত হয় গত কয়েকশো বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিবছরের ন্যায় এ বছরও মালঞ্চ এলাকার বিদ্যাধরী নদীতে বিকেল পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৌকা চালকেরা। প্রবল উত্তেজনা ও উন্মাদনায় সমাপ্ত হয় এই প্রতিযোগীতা। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করার পাশাপাশি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কৃত করা হয়। এদিনের নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভীড় জমায় বিদ্যাধরী নদীর উভয় পাড়ে। অনুষ্ঠানে যাতে কোনও দূর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জল ও স্থলে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষারানী মন্ডল, মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখাঁ ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা মালঞ্চে
0%

















