ঐতিহাসিক গগন-চুম্বি ৩টি রথের কেতন ওড়ালো বেলঘরিয়া
দাবদাহ লাইভ, অনন্ত চক্রবর্তী: বহুজন হিতায় বহুজন সুখায়—উপনিষদের এমত আপ্তবাক্যকে পাথেয় করেই পথচলা শুরু করেছিল বেলঘরিয়া রথতলা মন্দির কমিটি। তাঁদের নিরলস আয়োজনায় এবছরও সাড়ম্বরে উদ্ যাপিত হতে চলেছে শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৫। আগামী ২৭জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ১২ দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে থাকছে শ্রীমদ্ভাগবত পাঠ, নাম সংকীর্তন, ধর্মীয় শোভাযাত্রা, রক্তদান শিবির ও দর্শনীয় মেলা সহ রকমারি ধর্মীয় অনুষ্ঠান। বহু ধর্ম গুরুর পাশাপাশি বিশিষ্টজনেরা এই মহতী ঐতিহাসিক আনন্দোৎসবের মাহেন্দ্রক্ষণে সাক্ষী থাকবেন বলে জানালেন উৎসব কমিটির প্রাণপুরুষ সোমনাথ রায় চৌধুরী । বাংলার কৃষ্টি, ধর্ম ও সংস্কৃতির একনিষ্ঠ ঋত্বিক ও বিবিধ সদ্গুণ সমলংকৃত সোমনাথবাবু আরো জানান, “বছরভর আমরা বহু জনকল্যাণমুখী কাজকর্মে ব্রতী থাকি । এবছর ৩৫ ফুট উচ্চতার ৩টি রথে প্রভু শ্রীশ্রীজগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা লক্ষাধিক ভক্তজন সমাগমে এলাকার দীর্ঘ রাজপথ পরিক্রমা করবেন ।” পাশাপাশি ‘রথ সাজাও, জিতে নাও পুরস্কার’ শীর্ষক আকর্ষণীয় এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে তিনি আরো জানান । এখন শুধুমাত্র রথের রশিতে টানের সঙ্গে সমস্বরে ‘জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে’— উচ্চারণের আকুল অপেক্ষায় এলাকার আবাল- বৃদ্ধ ও বনিতারা । সত্যিই পবিত্র জীবনবোধের পথিক সোমনাথবাবু এলাকার ধর্ম ও সংস্কৃতি চর্চায় নিজ শরীররূপ চন্দন ঘষে ঘষে যে সংঘ সৌরভ বিতরণ করছেন— তা আর বলবার অপেক্ষা রাখে না ।

















