এবার সিবিআই হানা মধ্যমগ্রাম পৌরসভায়
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম পৌরসভায় এবার সিবি আই হানা দেয়। পৌরসভায় ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে এই আগমন বলে সিবিআই সূত্রে জানা যায়। পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের ঘরে সিবিআই আধিকারিকরা খোঁজ খবর নেন বলে জানা যায়। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পদাধিকারিদের খোঁজ নেন ও তাদের ভোটার ও আধার কপি জমা নেন। মধ্যম গ্রামের মানুষ এসব দেখে অভ্যস্ত নন, ঠিক সময়ে যোগ্য জবাব দেবেন বলে দাবী করলেন পৌরপ্রধান নিমাই ঘোষ। এই সময় কালে ৬৪ জন নিয়োগের মধ্যে ৩ জন অস্থায়ী ভাবে নিয়োগ হয় বলে স্থানীয় আধিকারিক রাজেন্দ্র নাথ মাহাত জানান।

















