এন জে পি স্টেশনে গ্রেফতার বিদেশী
দাবদাহ লাইভ, এনজেপি, সজল দাশগুপ্তঃ এন জেপী ষ্টেশনে গ্রেপ্তার নিউজিল্যান্ডের বাসিন্দা। আজ সকালে এই নিউজিল্যান্ডের বাসিন্দাকে জিঞ্জাসাবাদের পরে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে অবৈধভাবে প্রবেশের কাগজপত্র ছাড়াও মোবাইল এবং ক্যামেরা আটক করেছে পুলিশ। তার কাছ থেকে আরো কিছু ডেনমার্কের ক্যামেরা এবং বেশ কিছু বিদেশী পারফিউম উদ্ধার করেছে এনজেপী থানার পুলিশ। তার সাথে তার বন্ধুকেও আটক করেছে পুলিশ। জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এন জে পি স্টেশনে গ্রেফতার বিদেশী
0%








