Banner Top
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মুর আলোচনা

এন ডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী মুর্মু                   দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ   দ্রৌপদী মুর্মুই এখন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে লড়বেন। জিতলে তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। শিক্ষিকা থেকে মন্ত্রী, এবার হবেন দেশের প্রধান। আদিবাসীদের কাছে মাটির মানুষ বলে পরিচিত। ৬৪ বছরের বিজেপি নেত্রী, দুবারের বিধায়ক এবং ওড়িশার প্রাক্তন মন্ত্রীর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে শাসকজোট এনডিএ।  

Presidential Candidate

দ্রৌপদী মুর্মুই এখন গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে লড়বেন। জিতলে তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। শিক্ষিকা থেকে মন্ত্রী, এবার হবেন দেশের প্রধান। আদিবাসীদের কাছে মাটির মানুষ বলে পরিচিত। ৬৪ বছরের বিজেপি নেত্রী, দুবারের বিধায়ক এবং ওড়িশার প্রাক্তন মন্ত্রীর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে শাসকজোট এনডিএ।

User Review
0% (0 votes)

0 Comments

Leave a Comment