এক কালের বাণীপুর শিক্ষালয়ে এখন জঙ্গলময়
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ শিক্ষা সংস্কৃতির পীঠস্থান বাণীপুর আজ জঙ্গলে ঘেরা । সরকারি উদাসীনতায় আগাছায় ভরা যেসব জায়গাগুলো পড়ে আছে, সেখানে শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানদের থাকবার কোয়ার্টার ছিল। পুরো জায়গাটা ঘেরাটোপের পাঁচিল পর্যন্ত ভাঙা দেয়াল। কোন পুরনো ঘরেই দরজা জানালা নেই। এরকম ভূতুড়ে জায়গা হয়ে গেছে খুব বেশি দিন নয়। হয়তো লুটপাট করেছে কেউ। এখানে কোন পুলিশ পোস্টিং নেই। সমাজবিরোধীদের দখলে যাওয়া টা খুব একটা অস্বাভাবিক নয়। পাশেই যশুর জিওলডাঙা। হাবরা পৌরসভার নিকটে থেকে ও সরকারের কোনো ভাবেই ভ্রূক্ষেপ নেই। স্থানীয় জনগণের মধ্যে চাপা রোষ ফুটে উঠছে। শিক্ষক শিক্ষণ কার্যালয় ও খেলাধুলা প্রশিক্ষণ কর্মশালার উন্নত হোক সবাই চায়।









