একুশে জুলাই উপলক্ষ্যে তৃণমূলের সভা মগরাহাটে

Trinamul Mograhat
দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মন্ডলঃ ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবস ধর্মতলায়। এই উপলক্ষ্যে দক্ষিন ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভার ব্লক-১ প্রস্তুতি কর্মী সভার আয়োজন করা হয় শ্রীচন্দা হাই স্কুলে। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা, জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত, ব্লক১ কমিটির সদস্য নাজমুল দপ্তরী,সেলিম খান,সাবিরুদ্দিন পুরকাইত,অঞ্চল সভাপতি অপর্ণা মন্ডল,পঞ্চায়েত প্রধান সংগীতা সহ মগরাহাট পশ্চিম ১ব্লকের একাধিক নেতা ও তৃণমূল কংগ্রসের কর্মীরা। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একুশে জুলাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এই মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে এ বছর রেকর্ড সংখ্যক দলীয় কর্মীদের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেছেন।








