এইচ আই ভি সংক্রান্ত সচেতনতার প্রচারে ম্যারাথন রান
দাবদাহ লাইভ, গোপালনগর, প্রভাস বিশ্বাস : ১৫ নভেম্বরঃ উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর পেট্রাপোল বন্দর এশিয়ার বৃহত্তম স্থল বন্দর হওয়ায় পণ্যবাহী ট্রাক ড্রাইভার ও অন্যান্য যানবাহন থেকে শুরু করে এবং বন্দরের প্রতিবেশী দেশ ভারতবর্ষ ও বাংলাদেশে পর্যটন শিল্প উন্নত হওয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষের আনাগোনা এই বন্দর মারফত হয়ে থাকে। ফলে এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রচারের বহুমুখীতার কার্যকরিতার সুফল পাওয়া সম্ভব হয়ে থাকে। সম্প্রতি নহাটা ও আকাইপুর এলাকায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হবার পর ফের ওই এলাকার গোপালনগরে প্রাতঃকালীন রেড রান ম্যারাথন রেস-এর সাথে প্রবীণ নাগরিকদের ওয়াকাথেলন রেসও হয়। উদ্যোগ ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার এবং সহযোগিতায় ছিল গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন এর জাতীয় সেবা প্রকল্প বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পিয়ালী দাস ও সুমন পুরকায়স্থ জানালেন, প্রতিনিয়ত নিয়মানুবর্তিতার সাথে আমরা এইচ আই ভি সংক্রান্ত সচেতনতার প্রচার বাংলার বিভিন্ন প্রান্তে করে চলেছি, যাতে এই ভাইরাস সমূলে নির্মূল করা সম্ভব হয়ে থাকে এবং যথেচ্ছ ভাবে ছড়িয়ে না পড়ে। আর তা বিভিন্ন কর্ম প্রকল্পের মাধ্যমে সংঘটিত হচ্ছে। এই জোনে যেমন ফুটবল ও ম্যারাথন রেসের মাধ্যমে হলো। আমরা কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করার সাথে সাথে বিশেষ কৃতি প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী যুবক যুবতী চারজনকে খেলোয়াড়দের আগামী ১৮ জানুয়ারী গোয়ায় অনুষ্ঠিত জাতীয় স্তরের ম্যারাথনে অংশগ্রহণের জন্য শংসাপত্র প্রদান করেছি। ঐ ম্যারাথনে এই চারজন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে । গতবার যেমন দক্ষিণ ২৪ পরগনা থেকে শুভাশীষ ঘোষ জাতীয় স্তরে তৃতীয় স্থান লাভ করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষ্য বহন করে। এই প্রতিযোগিতায় একশো কুড়িজন যুবক-যুবতী অংশগ্রহণ করে। রাজ্যস্তরের পূর্বে বিভিন্ন জেলায় স্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার মাধ্যমে ৮০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এর মধ্য থেকে এদের বেছে নেওয়া হয়। সফল প্রতিযোগীদের সময় সুধাংশু শেখর হালদার (সোনারপুর মহাবিদ্যালয় ) ১৯.৩৫.০৬ , শুভদীপ ঘড়াই ১৯.৪৫.১০, দ্বীপ পন্ডিত ১৯.৪৫.৯৪,রমেশ বাড়ুই ২১.৩৫.৫৮, সন্দীপ কুমার শর্মা ২১.৫৭.২৭, উজ্জ্বল মাহাতো ২২.১৯.৪১, রাজ করন পান্ডে ২২.৩৫.০০। আর মহিলা বিভাগে রাজশ্রী দেবনাথ (বর্ধমান বিশ্ববিদ্যালয় ) ২৪.২৮.৬৫, অতসী গায়েন ২৪.৫৬.২৩, বান্টি বিশ্বাস ২৬.২৫.৫৫, রিয়া খাঁটুয়া ২৭.২২.৫৩, বিপাশা কুন্ডু ২৭.৩৪.৯৩, মালতি বিশ্বাস ২৮.২৩.০০ ও সঙ্গীতা সরকার ২৯.৩০.৫৭ আর প্রবীনদের ওয়াকাথ্যালনের প্রথম শিক্ষক মানিক পাল আর্থিক ভাবেও পুরস্কৃত হলেন। হরিপদ ইনস্টিটিউশনের শিক্ষক দ্বীপেন বসু জানালেন,১৪ নভেম্বর এই বিদ্যালয়ে প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের পর প্রাতঃকালীন সময়ে চাকদহ – বনগাঁ জাতীয় সড়কে এই ম্যারাথন রেস হয়। বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়ক থেকে শুরু করে চালকি পাওয়ার হাউজ ঘুরে ফের এখানেই শেষ হয় দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা। সহযোগিতায় ছিল গোপাল নগর থানা প্রশাসন। প্রতিযোগীদের প্রত্যেককেই মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়। আর এরই সাথে পুরুষ ও মহিলা বিভাগে আলাদা আলাদা ভাবে বিশেষ কৃতিদের আর্থিক ভাবেও পুরস্কৃত করা হয়। উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল অনিন্দ্য মন্ডল ও বিশেষ কৃতিদের ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ রুদ্র, সুব্রত বক্সী,গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মন্ডল, কবি- সাহিত্যিক নীলাদ্রি বিশ্বাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এইচ আই ভি সংক্রান্ত সচেতনতার প্রচারে ম্যারাথন রান
0%

















