উপলব্ধি আয়োজিত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন
দাবদাহ লাইভ, কোলকাতা, সংবাদদাতাঃ কোলকাতা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন বা আইসিসিআর, অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারীতে অনুষ্ঠিত হলো উপলব্ধি আয়োজিত ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন “ফিনিক্স”। এটি তাদের আয়োজিত দ্বিতীয় প্রদর্শনী, যেখানে একসাথে আশি জন প্রতিভাবান নামী, অনামী শিল্পীদের শিল্পকর্ম, ভাস্কর্য, ফটোগ্রাফি ও হস্তশিল্প প্রদর্শিত হলো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর বিমান নাগ, বিশিষ্ট শিল্পী পল চিরঞ্জিত, বিশিষ্ট ফটোগ্রাফার বানীব্রত মুখোপাধ্যায় ও বিশিষ্ট চিত্রানুরাগী ও শিল্প বিশেষজ্ঞ শর্মিলি ভৌমিক এবং উপলব্ধির চার আয়োজক কর্ণধার কিংশুক মজুমদার, শিল্পী অদিতি দে, শিল্পী বিশ্বজিৎ ধর ও শিল্পী সুণীপা হালদার সম্মিলিত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ সূচনা করেন। প্রদর্শনী তে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীদের হাতে এইদিন শিল্পী সন্মাননা তুলে দেন অতিথিরা। দ্বিতীয় দিন বিশেষ অতিথি বর্ষীয়ান ভাস্কর, শিল্পী মাননীয় মানবেন্দ্র সরকার, বিশিষ্ট শিল্পী মিহির কয়ালের পৌরহিত্য এ একটি ইন্টারেক্টিভ আর্ট সেশন বা ওয়ার্কশপ কাম প্রতিযোগিতার আয়োজন করা হয় “উপলব্ধি” তরফে, যেখানে তেইশ জন শিল্পী তাদের ভাবনাকে তুলে ধরেন। তৃতীয় অর্থাৎ শেষ দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি আরণ্যক বসু, বিখ্যাত বাচিক শিল্পী ও আকাশবাণীর প্রাক্তন ঘোষক দীপঙ্কর সেন মহাশয়। কবির স্বকণ্ঠের আবৃত্তি , দীপঙ্কর সেন মহাশয় ও তার সহশিল্পী র দ্বৈত উপস্থাপনা ছিলো অনুষ্ঠানের বাড়তি পাওনা। এছাড়াও এদিন প্রদর্শনী কক্ষে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপলব্ধির গুণী শিল্পীরা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে নিজেদের মেলে ধরেন ও অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। তিনদিনের এই প্রদর্শনীতে দূর, দূরান্ত থেকে আগত শিল্পী ও শিল্প প্রেমীরা যোগ দিয়েছিলেন তাদের প্রিয় উপলব্ধিকে ভালবেসে।








