বাংলা মোদের গর্ব : উন্নয়নের পথে মানুষের সাথে প্রদর্শনী
দাবদাহ লাইভ, বনগাঁ, নিজস্ব সংবাদদাতাঃ ৫ সেপ্টেম্বর , ২০২৫ , বনগাঁ অভিযান সঙ্ঘের ময়দানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং বনগাঁ মহকুমা প্রশাসন ও বনগাঁ পৌরসভার সহযোগিতায় “বাংলা মোদের গর্ব” শীর্ষক তিনদিনব্যাপী অনুষ্ঠানের শুভসূচনা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রীমতি মমতাবালা ঠাকুর , বনগাঁর মহকুমাশাসক শ্রীমতি উর্মি দে বিশ্বাস , বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ , তথ্য ও সংস্কৃতি বিভাগের যুগ্ম-তথ্য অধিকর্তা শ্রীমতি লিপিকা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজন। পাঁচটি মহকুমায় পরিব্যাপ্ত এই বিপুল বৈচিত্র্যময় জেলার নানান প্রান্তের অভিনব কুটিরশিল্প , হস্তশিল্প , স্বনির্ভর গোষ্ঠীর শ্রম ও ভালবাসায় সৃষ্ট অনিন্দ্যসুন্দর অসংখ্য উপকরণ আর নানাবিধ খাদ্যসম্ভারে চিত্তাকর্ষক হয়ে উঠছে তিনদিনব্যাপী এই মিলনমেলা। পশ্চিমবঙ্গ সরকারের যে-সব উন্নয়নমূলক প্রকল্প বাংলার মানুষের জীবনকে উন্নীত করে চলেছে অন্যতর উচ্চতায় , তারই উজ্জ্বল প্রতিফলন ধরা পড়েছে ‘উন্নয়নের পথে মানুষের সাথে’ শীর্ষক এক হ্রদয়গ্রাহী প্রদর্শনীর মাধ্যমে। জেলাস্তরের প্রতিভাবান শিল্পীবৃন্দের পাশাপাশি বাংলার প্রখ্যাত ও স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা এবং লোকশিল্পীদের ব্যাতিক্রমী উপস্থাপনায় তিনদিনই নন্দিত হয়ে উঠবে বনগাঁর অভিযান সঙ্ঘের শ্যামলসবুজ মাঠ।
বাংলা মোদের গর্বে উন্নয়নের পথে মানুষের সাথে
93%

















