উদয়রাজপুর দক্ষিণ পাড়া খুঁটি পুজো
দাবদাহ লাইভ, বারাসাত, দেবর্ষি ব্যানার্জীঃ আর কিছু দিন পরেই শুরু হবে শারদীয়া উৎসব। তারই প্রস্তুতি পর্বে বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে খুটি পূজা। উল্টো রথের দিন ৭০ তম দুর্গাপূজার খুঁটি পুজো হয় উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম উদয়রাজপুর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির। এবারের আকর্ষণ দক্ষিণ ভারতের লক্ষীনারায়ন স্বর্ণমন্দির। এদিন পাড়ার মহিলা পুরুষের পাশাপাশি উপস্থিত ছিলেন সি এ বি আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার রবিন ব্যানার্জি, উজ্জ্বল লোধ চৌধুরী, রঞ্জিত দেব সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, এই কমিটির প্রধান উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
0%









