উদ্যান পালনে সুসংহত কৃষি মূল্যের কর্মশালা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের নিবিড় কৃষিমূল্যের উপর এক কর্মশালা জেলা উদ্যান ভবনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিভাগীয় সচীব ডঃ সুব্রত গুপ্ত (আই এ এস)। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত) ইন্দ্রনীল ভট্টাচার্য সহ রাজ্য ও জেলা আধিকারিকগণ। মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলা থেকে ৬৫জন উদ্যোগী এই কর্মশালায় অংশ নেন। দু’দিনের এই কর্মশালায় উদ্যান পালনে অধিক কৃষি মূল্যের সামগ্রীর চাষের উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়। চাষীদের বেশি করে আগ্রহী করে তোলার জন্য অনুদান দেওয়ারও ব্যবস্থা আছে বলে জানালেন জেলা উপপরিচালক কুশাধজ বাগ। ২২-২৩ আর্থিক বছরে প্রায় ২৩টি প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারীদের অনুদান দেওয়ার অনুমোদন করা হয়েছে বলেও জানালেন। সম্প্রতি ২০০ হেক্টর সব্জী চাষের অনুমোদনও পাওয়া গেছে। সহকারী পরিচালক সুনন্দা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাষী ভাইদের এই সুযোগের জন্য পঞ্চায়েত সমিতি বা ব্লকে অথবা সরাসরি জেলা অফিসে যোগাযোগের আবেদন করলেন ও সমূহ সাহায্যের আশ্বাস দিলেন।




