উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কর্মসূত্রে বেরিয়ে অপহৃত হয় এক ব্যবসায়ী। মুক্তিপণ হিসাবে বিপুল অর্থের দাবি জানিয়ে ফোনও করা হয় পরিবারের কাছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যাক্তিকে উদ্ধার করে পুলিশ।কলকাতার বেক বাগানের কড়েয়া থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার এক মহিলা কড়েয়া থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, তাঁর স্বামী- কড়েয়া থানা এলাকার বাসিন্দা আফতাব মহম্মদ, প্রতিদিনের ন্যায় সোমবার ব্যবসার কাজে নদীয়ার কৃষ্ণগঞ্জে যান। কিন্তু রাত পেরোলেও বাড়ি ফেরেন না তিনি। এদিকে মহিলাকে ফোন করে জানানো হয়, আফতাবকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে সাড়ে চার লক্ষ টাকা দাবি করে। অন্যথায় প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা ও কড়েয়া থানার পুলিশ তদন্তে নামে। এরপর সূত্র অনুযায়ী তাঁরা কৃষ্ণগঞ্জে যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে নদীয়ার কৃষ্ণনগর-শান্তিপুর প্রধান সড়ক সংলগ্ন আমবাগান পিরপুর এলাকা থেকে আফতাব মহম্মদকে উদ্ধারের পাশাপাশি, ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই ঘটনায় জড়িত প্রশান্ত হালদার নামে এক ব্যাক্তির খোঁজ পায়। সে ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিল। পরে তাঁকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে অপহরণের নেপথ্যে থাকা আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। এমনকি ওই ঘটনার সঙ্গে আর কেউ কোনওভাবে যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান, ধৃতরা ব্যবসায়িক সূত্রে আফতাবের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা পেত, যা সে দিচ্ছিল না। কিন্তু কর্মসূত্রে এদিন তিনি সেখানে গেলে বকেয়া টাকা চায় পাওনাদাররা। কিন্তু সেই টাকা না পাওয়ায় তাঁকে অপহরণ করা হয়।
উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২
0%

















