উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থমেলা বারাসাত রাষ্ট্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুড়ী সহ জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, সহ সভাধিপতি বীণা মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক ও মেলা কমিটির কার্যকরী সভাপতি মণীষ মিশ্র, মহকুমা শাসক সোমা সাউ, জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান দেবব্রত সরকার ও কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ। বই একমাত্র বন্ধু আর মানুষের সৃজন ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে অনেকেই আলোচনা করেন। শতাধিক দোকানে বই ও পসরা সাজিয়ে এই মেলা প্রাঙ্গণে। মেলায় প্রতিদিন আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান থাকছে। বারাসাত পৌর সভার আয়োজনে এই মেলা। সেই মাও নেই আর সেই ছাগও নেই যাদের মাধ্যমে ভালো মানুষ গড়ে উঠবে আর শিক্ষা পাবে বলে আক্ষেপের সুরে মন্তব্যও করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

















