উত্তরবঙ্গ কলেজে মেডিসিনের পোস্ট-গ্রাজুয়েট আসন বৃদ্ধি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের এমডিতে ১৪ টি আসন বাড়ানোর ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। সেই ছাড়পত্র পেতেই খুশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে চারটি আসন ছিল এমডিতে। এখন১৪ টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে। এই আসন বাড়ানোর আবেদন করে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা চিঠি দিয়েছিলেন। পরবর্তীতে সাংসদ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন বলে জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই দাবি পূরণ হওয়ায় কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানান শঙ্কর বাবু। এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি জানান এর আগেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে আসন সংখ্যা বাড়ানোর দাবি এসেছিল। পরবর্তীতে আসন বাড়ানোর দাবিতে চিঠিও পাঠানো হয় বলে জানা গেছে। আসন বাড়লে সুবিধা আসলে বাড়বে সাধারন মানুষেরই জানিয়েছেন ডাক্তারেরা।


























