উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় দপ্তরের দায়িত্ব নিলেন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর বুধবার উত্তর কন্যায় এসে নিজের সমস্ত দায়িত্ব বুঝে নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী দপ্তরে এসে পৌঁছতেই শুভাকাঙ্খীরা মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ জানান, উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত কাজ এখনও পুরোপুরি ভাবে সম্পুর্ণ হয়নি সে সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে। সেই সমস্ত কাজকে সম্পূর্ণ করার পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যেই কোচবিহারের রবীন্দ্র ভবনের উদ্বোধন করা হবে। এছাড়া তিনি আরও জানান শুধু পুরনো কাজ গুলোকেই নয় উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে আগামীতে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। তার আগে জেলা প্রশাসকদের সঙ্গে আলাপ আলোচনা করে কোন জেলায় কি কি দরকার তা জেনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিভিন্ন জেলা পরিদর্শনে যাবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী; লক্ষ থাকবে উত্তরবঙ্গের উন্নয়ন করা। যে দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন তা’ যথাযথভাবে পালন করাই লক্ষ্য বলে জানান। এদিন মন্ত্রীকে সম্বর্ধনা দেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ। পাপিয়া ঘোষ জানান, আমার বিশ্বাস এবারে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গের মধ্যে একটি উন্নয়নের সেতু তৈরী হবে। এদিন উদয়ন গুহর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দার্জিলিং জেলা সভাপতি।


























