উত্তরবঙ্গের বুকে প্রথমবার শর্ট ক্রিকেট টুর্নামেন্ট
সুখের হাট, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তরবঙ্গের বুকে প্রথমবার শর্ট টিকেট টুর্নামেন্ট আইটিপিএল ২০২৪ শিলিগুড়ির রামকৃষ্ণ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। শিলিগুড়ির বিভিন্ন এলাকার ছটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। শর্ট ক্রিকেট টুর্নামেন্টের শিলিগুড়িতে যথেষ্ট ঐতিহ্য রয়েছে। এই ক্রিকেটের কিছু নিয়মকানুন অন্যরকম। ওভার বাউন্ডারি মারা নিষেধ, কোন ব্যাটার ওভার বাউন্ডারি মারলে সেটা আউট বলে গণ্য হবে। উল্লেখ্য খালি গ্রাইউ শর্ট খেলতে হবে। দলে খেলোয়াড়ের সংখ্যা থাকে ৭ জন, এই ক্রিকেটের মাঠের আয়তন অনেকটাই ছোট। ওভারের সংখ্যা কোন সময় পাঁচ কোন সময়ের সাত হয়। তবে এই শর্ট ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় একটি ক্রিকেট প্রতিযোগিতা শিলিগুড়ির বুকে। যেকোনো সময় খেলার মোর ঘুরে যায় এখানে। এদিন সকাল ১০ টা থেকে শিলিগুড়ি রামকৃষ্ণ ময়দানে শুরু হয়েছে এই শর্ট ক্রিকেট টুর্নামেন্ট। বেশি জমজমাট হচ্ছে প্রতিযোগিতা অনেক দর্শকওকেও দেখতে পাওয়া যায় মাঠে তারা খেলা দেখতে এসেছেন । উত্তরবঙ্গের বুকে প্রথমবার এরকম একটি বড় শর্ট ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে। খেলায় রয়েছে চ্যাম্পিয়ন রানার্স পুরস্কার সহ আরো আকর্ষণীয় সব পুরস্কার। টেনিস বলের এই ক্রিকেট টুর্নামেন্ট টি যথেষ্ট জনপ্রিয়। উত্তরবঙ্গের আবহাওয়া বর্তমানে অত্যন্ত মনোরম যে কারণে খেলোয়াড়রা স্বাচ্ছন্দে মাঠে নেমে খেলতে পারছেন।

















