ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ
দাবদাহ লাইভ, কলকাতা, নিজস্ব সংবাদ দাতা : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার বিকেলে কলকাতা কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের বেলগাছিয়া জে কে ঘোষ রোডে মুসলিম বস্তিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের পবিত্র ঈদের প্রীতি উপহার স্বরূপ সানরাইজ জুনিয়র স্পোর্টস ক্লাবের পবিত্র ইফতার পার্টিতে ছেলেদের লুঙ্গি এবং মহিলাদের শাড়ি প্রদান করা হয়। আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ঊষারানি গ্লোবাল হসপিটালিটী ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর সুষমা গিরি, চিন্ময় ভট্টাচার্য, কোঅর্ডিনেটর স্বপন ব্রহ্ম, ক্লাবের সম্পাদক মহম্মদ ইয়াকুব, পিস কমিটির সম্পাদক মহম্মদ সেলিম মুন্না প্রমুখ। ফাউন্ডেশনের ডিরেক্টর চিন্ময় ভট্টাচার্য ও স্বপন ব্রহ্ম রা জানান একমাস ধরে পবিত্র রমজান মাসে উপবাস চলছে। ঈদ উল ফিতর উপলক্ষে বেলগাছিয়া মুসলিম বস্তিতে সানরাইজ জুনিয়র স্পোর্টস ক্লাবের পবিত্র ইফতার পার্টিতে প্রীতি উপহার হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের ৬০ জনকে লুঙ্গি ও ৬০ জন মহিলাদের নতুন শাড়ি প্রদান করা হল। ঈদে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে দেওয়া হয় এদিন।

















