আলোর ঝরনায় সজ্জিত শহর শিলিগুড়ি
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উৎসবের ভরা সময়, আগামীকাল ধনতেরাস,তারপরে রয়েছে ১৪ প্রদীপ,পরবর্তী কালীপুজো, দীপাবলি। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি শহরেও এতগুলো উৎসব কে কেন্দ্র করে আনন্দের জোয়ারে ভাসছে। কালীপুজো উপলক্ষে বিভিন্ন দোকান বাজারগুলিতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিভিন্ন পুজো মণ্ডপ গুলি তাদের প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। কালী পুজো দীপাবলি মানে আলোর উৎসব, অন্ধকার দূর করে আলোয় আলোকিত হয়ে ওঠা। শহরের বিভিন্ন রাস্তাঘাট আলোর সাজে সজ্জিত হয়েছে। শুধু রাস্তাঘাট নয় বড় বড় বিল্ডিং বসতবাড়িগুলো তো দেখা যাচ্ছে আলোর সাজ। রাতে ও আলোর ঝরনা উপচে পড়ছে শহরে। আলোর ঝরনায় সজ্জিত শহর। এবারে শিলিগুড়িতে বেশ কয়েকটি বিগ বাজারের পুজো হচ্ছে প্রতিবারের মতন। এছাড়া বিভিন্ন কালী মন্দিরগুলিতে ঘটা করে মায়ের আরাধনার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি, বহু পুরনো এই কালিবাড়ি। এই বছরও এই আনন্দময় কালীবাড়িতে মায়ের আরাধনার জোর প্রস্তুতি চলছে। এই কালীবাড়িতে মায়ের পুজোর দিন দূর-দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসে থাকেন। সংশ্লিষ্ট কালীবাড়ি তরফ থেকে সারা বছরের বিভিন্ন সামাজিক কর্মসূচি ও আয়োজন করা হয়। সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে শহর।

















