আলফা স্কোয়াডের বাৎসরিক অনুষ্ঠানে পুরস্কার
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ প্রত্যেক বছরের মতো এবারও ২০২৩, ২৬ জানুয়ারি টিটাগড় জি সি রোড ফুটবল কোচিং সেন্টার এর ময়দানে মহাসমারোহে পালিত হলো আলফা স্কোয়াদ বানতো। আর এই অনুষ্ঠানে যুক্ত হওয়া আড়াইহাজার এর অধিক ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকাগন এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল এই ময়দান। আলফা স্কোয়াড বানতোয়া এরই মধ্যে তুলে ধরেছেন সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে নিয়ে যেমন শারীরিক শিক্ষা সুস্বাস্থ্য গড়ে তোলা ডিসিপ্লিন এবং সর্বোপরি সামাজিক সব রকম কাজকর্ম কি করে গড়ে তোলা যায় এবং বিভিন্ন অসহায় অসুস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় তার ওই এক দৃষ্টান্তমূলক সামাজিক সংগঠন। এই সংস্থার সঙ্গে যুক্ত শিক্ষিত যুবক যুবতীদের দ্বারা এই প্রশিক্ষণ শিবিরের সব রকম দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। কোনরকম কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি সাহায্য ছাড়াই এই সংগঠন চলছে একমাত্র তাদের ভরসা জনতার পরিষেবা অর্থাৎ কোন চাঁদা কেটে নয়। এই শিশু ছেলেমেয়েদের উন্নয়নের লক্ষ্যে এবং সমাজের দায়িত্বের সব রকম ড্রাইভার আমজনতাই তুলে নিয়েছেন তাদের ওপর তারাই এই সংস্থাকে সব রকম ভাবে সাহায্য করে থাকেন সমাজের উচ্চ মনোবৃত্তি সম্পন্ন মানুষজন। এই কর্মকাণ্ডের কথা ধীরে ধীরে সম্প্রচার হয়ে যাওয়াতে সব ধরনের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন এই সংস্থার পাশে। যিনি এই মহৎ কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বা যুক্ত সেই বিশাল রাই ডিরেক্টর জেনারেল এবং তাঁর সহধর্মিনী আশা রাই ডিরেক্টর তাঁদের কৃতজ্ঞতা জানানো যাচ্ছে। মঞ্চে উপস্থিত ছিলেন এক্স মেজার রামনাথ চৌধুরী বর্তমান চিফ ইন্সট্রাক্টর আলফা স্কোয়ার্ড বানতোয়া, দীপক চৌধুরী প্রধান শিক্ষক সূর্যদীপ বিদ্যানিকেতন লক্ষী ঘাট টিটাগর, সোমনাথ কর প্রধান শিক্ষক শিশু শিক্ষা নিকেতন রায়বাগান, কেবি ছেত্রী চেয়ার পারসন এ এস বি, শিউলি মজুমদার প্রধান শিক্ষিকা মিলন বিদ্যাপীঠ স্কুল, জনাব মুজিবর রহমান ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর টিটাগর, রাজেশ দে বার্তা একনজর পত্রিকার মুখ্য সম্পাদক, বি এন ঠাকুর হিন্দি প্রকষ্ট সভাপতি, বন্দনা মহন্তী সভাপতি ওমেন সেল আলফা কোয়ার্ড বানতোয়া, বিকাশ সাউ সমাজ সেবক, সান্তনু ভট্টাচার্য খড়দহ ১৫ নং ওয়ার্ড চেয়ারম্যান ইন কাউন্সিলর, কৃষ্ণকলি চন্দ্র প্রধান শিক্ষিকা প্রিয়নাথ বালিকা বিদ্যালয়, বুদ্ধদেব শর্মা প্রমূখ। এছাড়াও ছিলেন অমন কুমার শেঠ কমান্ডিং অফিসার alpa squad বানতোয়া, রুদ্র বিশ্বাস স্কোয়ার্ড অফিসার, মন্দিরা দাস সিনিয়ার কমান্ডিং অফিসার, সায়ন পাল জুনিয়র কামান্ডিং অফিসার, সুজয় মাহাতো এস ও, শ্রাবণী বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট এস ও, প্রিয়াঙ্কা রায় অ্যাসিস্ট্যান্ট এস ও, সাগর দাস অ্যাসিস্ট্যান্ট এস ও, এছাড়াও আরো অনেকে। দেশাত্মবোধক নিত্য পরিবেশন করে স্মৃতি কণা বিশ্বাস ও প্রিয়া দাস সহ আরো অনেকে। স্কোয়ার্ড বানতোয়ার বাৎসরিক অনুষ্ঠানের প্রারম্ভে লোকতন্ত্র দিবসের শুভ মুহূর্তে জাতীয় পতাকা ও স্তবক উত্তোলন করছেন প্রাক্তন মেজর রামনাথ চৌধুরী সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রতিকৃতিতে মাল্যদান করছেন প্রাক্তন মেজর রামনাথ চৌধুরী প্রাক্তন মেজর রামনাথ চৌধুরী এবং চিত্র সাংবাদিক শ্যামল কর কে সম্মাননা দিচ্ছেন প্রাক্তন মেজর রামনাথ চৌধুরী এবং ডাইরেক্টর জেনারেল বিশাল রাই আলফা স্কোয়াদ বানতোয়া প্রাক্তন মেজার রামনাথ চৌধুরী কে সম্মাননা তুলে দিচ্ছেন ডাইরেক্টর জেনারেল বিশাল আলফা স্কোয়াড বানতোয়া








