আলফা স্কোয়াডের বার্ষিক অনুষ্ঠান মহিষপোতায়
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল কর ও দীপক কুমার চৌধুরীঃ উত্তর ২৪ পরগনার নাটাগড় মহিষপোতায় সাগর হবে পালিত হলো দ্বিতীয় বর্ষে ছোট ছোট শিশুদের নিয়ে এক মার্শাল আর্ট এর প্রদর্শন। তিন দিন ধরে চলে এই ক্যাম্প। সেখানে বিভিন্ন শিক্ষিকা শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছোট ছোট শিশুদের গড়ে তোলা হয় শারীরিক দিক থেকে বিভিন্ন রকম কলা কৌশল। লেখাপড়ার পাশাপাশি এসবেরও প্রয়োজন আছে বলে বিভিন্ন ব্যক্তিরবর্গ এবিষয়ে আলোচনা করেন। জুডো, ক্যারাটে, কুংফু, মার্শাল আর্ট ড্রিল, ড্রাম, প্যারেড, যোগ ব্যায়াম বিষয়ক তাদের শিক্ষা দেওয়া হয় আর এই সব ছোট ছোট শিশুরাই আগামী দিনে দেশের সর্বত্র বিভিন্ন ধরনের কর্মে লিপ্ত হয়ে পড়ে জীবিকা নির্বাহের জন্যে। এ বিষয়ে বক্তব্য রাখেন মূল মঞ্চে ভারতীয় সেনাবাহিনীর সি জি ও তথা প্রাক্তন মেজর এবং আলফা স্কোয়াডের বর্তমান চিফ ইন্সট্রাক্টর রামনাথ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষিকা সিতারা হোসেন, দীপক চৌধুরী প্রধান শিক্ষক টিটাগড় সূর্যদীপ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক, আলফা স্কোয়াডের ডিরেক্টর জেনারেল বিশাল রায় এবং এসিস্ট্যান্ট ডিজি আশা রাই। এছাড়াও ছিলেন আড়িয়াদহ চ্যারিটেবল উচ্চ বিদ্যালয়ের দুজন সহ শিক্ষক, মিলন বসু বিশিষ্ট নাট্যকার এবং লেখক সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। আলফা স্কোয়াডের শিক্ষিকাগনের মধ্যে ছিলেন, বনশ্রী পাল, বশিরন বিবি, সুজাতা হালদার প্রমূখ। এছাড়াও ১১ জন সফল ছাত্রছাত্রীকে মোমেন্টো ও ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আমন কুমার শেঠ (সি ও), সায়ন পাল (এস এস আই সি), সাগর দাস (জেসিও) এবং আরো অনেকে পুরস্কৃত হন।













