আর্মস ডিলারদের কালো কারবারির হদিস
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ লোকসভা নির্বাচনের মরশুমে রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে প্রচার। এখনও ষষ্ঠ ও সপ্তম দফা নির্বাচন বাকি। তার মধ্যে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে অশান্তি ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। ষষ্ঠ ও সপ্তম দফা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রুখতে অস্ত্র উদ্ধার অভিযানে নামে এসটিএফ। ভারত বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক বেআইনি অস্ত্র কারবারিকে আটক করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর বনস্পোতা এলাকায় বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালায় রাজ্যের এসটিএফ-এর অফিসাররা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বনগাঁ থানার অন্তর্গত বনস্পোতা এলাকায় এক বিশেষ অভিযান চালায় রাজ্যের স্পেশাল টাস্ক কোর্স। অভিযান চালাতেই বনগাঁর বাসিন্দা বছর ৩৬ এর জামাল মন্ডল নামে এক অস্ত্র ব্যবসায়ী এসটিএফ এর হাতে ধরা পড়ে। ওই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় একজোড়া সেভেন এমএম সেমি অটোমেটিক পিস্তল, চার রাউন্ড তাজা কার্তুজ, চারটি ম্যাগাজিন। পুলিশ এও জানায়, ওই অস্ত্র ব্যবসায়ী ভীন রাজ্য থেকে অস্ত্র কিনে সেগুলি এ রাজ্যে দুষ্কৃতীদের সাপ্লাই দিত। অস্ত্র ব্যবসার র্যাকেটের সন্ধান পেতে ধৃত ওই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বনগাঁ থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ থানার পক্ষ থেকে ধৃতকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন করেন বিচারক।
আর্মস ডিলারদের কালো কারবারির হদিস
0%

















