আর্ট ম্যারাথন শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সাইন ফিউচার একাডেমির উদ্যোগ ও ব্যবস্থাপনায় শিলিগুড়িতে শুরু হল আর্ট ম্যারাথন। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সেবক রোডের একটি মলে এই উৎসবের সূচনা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা। পরের দিন ১১ টা পর্যন্ত টানা ২৪ ঘন্টা চলবে এই আর্ট ম্যারাথন। শিলিগুড়ির বুকে এই প্রথম উদ্যোগ, সাইন ফিউচার একাডেমি বরাবরই দেখা যায় অভিনব উদ্যোগ নিয়ে থাকে। এই আর্ট ম্যারাথন কর্মসূচি ও তাদের এক অভিনব উদ্যোগ। সকালে ছোটদের আর রাতে বড়দের এই আর্ট ম্যারাথনে অংশগ্রহণ।

















